শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জের ১১ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১১টি ইউনিয়নের মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। বাকি ১০টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
কেন্দ্রপ্রতি ১ জন প্রিজাইডিং অফিসার এবং বুথপ্রতি ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন। কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কোথাও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কেন্দ্র প্রতি ৩ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে বিজিবি ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করে।
এছাড়া ১১টি ইউনিয়নে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আাদালত এবং পুলিশের ৩০টি মোবাইল টিম সার্বক্ষনিক দায়িত্বরত ছিলেন। নির্বাচনে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদসহ প্রশাসন, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়াও ২ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টায় ভোট শুরুর আগ থেকেই হিমহিম ঠাণ্ডাকে উপেক্ষা করে বোরকা আর ওড়না ও চাঁদরের ভাঁজে ফেলে ভোট কেন্দ্রে হাজির হন তরুণী ও প্রবীণ নারী ভোটাররা। বুথের সামনে সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া পুরুষদের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতেও দীর্ঘ লাইন ছিল। তবে দুপুরের পর ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কমে যায়। যা ভোটগ্রহণের শেষ পর্যন্ত দেখা গেছে। দিনের শুরু থেকে অর্থ্যাৎ সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসময় ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা অনেকেই দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
রাজারগাঁও ইউনিয়নের হায়দার আলী হাজী কোরআনীয়া মাদরাসা কমপ্লেক্স কেন্দ্রে বিরাশি বছর বয়সি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, স্বজনদের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছি। মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে। স্যারেরা (প্রিজাইডিং অফিসার ও পুলিশ) খুব সহযোগিতা করেছে।
জামিনা বেগম নামের অপর একজন নব্বই বছর বয়সি বৃদ্ধা বলেন, অনেক বয়স হয়ে গেছে। তারপরও প্রার্থীদের অনুরোধে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে ভালো লেগেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটারদের চোখে-মুখের দিকে তাকিয়ে বুঝা যাচ্ছে, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

২৭ ডিসেম্বর, ২০২১।