চেয়ারম্যানদের প্রতিটি ওয়ার্ডে সমবন্টন নিশ্চিত করতে হবে
……. মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফয়েল আহমেদ ইরানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের সদস্যদের মাঝে সমবন্টন নিশ্চিত করতে হবে। চেয়ারম্যানদের সাথে যে সদস্যের সম্পর্ক ভালো, শুধু তাকে কাজ দিলে চলবে না। প্রতিটি সদস্য তার ওয়ার্ডের জনগণের সাথে উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচিত হয়েছেন। অনেক ইউপি চেয়ারম্যান নারী সদস্যদের কোন প্রকল্প দেন না, তা যেন না হয়। তারা জনগণের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচিত হয়েছেন। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে সবাই যেন সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করা। আমাদের মূল উদ্দেশ্য থাকবে জনগণের জন্য কাজ করা, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা।
মাসিক সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল।
মাসিক সমন্বয় সভায় শাহরাস্তি উপজেলায় চলমান উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন খাঁন, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আলম বেলাল, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সদস্য-সদস্যা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৫ অক্টোবর, ২০২২।