নোমান হোসেন আখন্দ :
শাহরাস্তি উপজেলা মাইক্রো ড্রাইভার কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ২ ডিসেম্বর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় মাইক্রো স্ট্যান্ড কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। শাহরাস্তি উপজেলা মাইক্রো মালিক সমিতির সভাপতি মো. এরশাদ আলম কাউছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদের পরিচালনায় সভায় উপজেলা মাইক্রো মালিক ও চালক সমিতির সব সদস্যের উপস্থিতিতে সমিতির সভাপতি নির্বাচিত হন মো. এরশাদ উল্যাহ, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়ালসহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় শাহরাস্তি উপজেলায় মাইক্রো মালিক ও মাইক্রো চালক পরিচালনা কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।