শাহরাস্তি পৌর নির্বাচনের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আবু মুছা আল শিহাব
শাহরাস্তি উপজেলায় আসন্ন পৌর নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী মাঠে অভিযান পরিচালনা শুরু করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ¦ল হোসেনের নেতৃত্বে শাহরাস্তি থানা পুলিশকে সাথে নিয়ে শনিবার এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ অনুযায়ী ধারা (২১) লঙ্ঘনের দায়ে মেয়র ও কাউন্সিলরদের মাইকে প্রচারণা কর্মীদের আইন পালনে বাধ্য ও প্রথম দিন হিসেবে মৌখিকভাবে সতর্ক করেদেন।
উল্লেখ্য, শাহরাস্তি পৌরসভা নির্বাচন আগামি ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।