শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক, শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সহ- সভাপতি মো. জাকির হোসাইন খান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………. রাজিউন)। গত মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের সময় তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস ও লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, সহকর্মী বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান।
তিনি দৈনিক চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক বাংলার বানী পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিক জাকির হোসাইন খাঁন দীর্ঘ ৩ দশক যাবৎ সংবাদ পেশায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন। বুধবার (৬ এপ্রিল) সকাল ৯টায় টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, মাও. আবুল হোসাইন, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এদিকে শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. জাকির হোসাইন খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান ও কামরুন নাহার কাজল, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংবাদিক ফোরামের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন এবং শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সৌদি প্রবাসী সাংবাদিক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
০৭ এপ্রিল, ২০২২।