শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির ৪০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বিকাল ৪টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
সভায় বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন রশিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নাসির উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অচিন্ত্য চক্রবর্তী।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র হাজি আবদুল লতিফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, ডা. আহসানুল কবির, ডা. সরোয়ার আলম, টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো. ওমর ফারুক দর্জি, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ডা. মাসুদ আলম প্রমুখ।
সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন ও রোগীদের সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ করা হয়।
২২ জুন, ২০২৩।