শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে রোটারী নেতৃবৃন্দের মতবিনিময়

নারী শিক্ষার্থীদের কমিউনিটি প্রজেক্টে কাজ করবে রোটারী

ইলশেপাড় রিপোর্ট
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত মানোন্নয়নে কাজ করতে আগ্রহী রোটারী নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর ২০২১-২২ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান ব্যারিস্টার মোস্তাসিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সাথে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার (১১ মার্চ) শিক্ষামন্ত্রীর ঢাকাস্থ সরকারি বাসভবনে এ বিষয়ে মতবিনিময় করেন রোটারী নেতৃবৃন্দ।
এ সময় রোটারী গভর্নরের সাথে ছিলেন রোটা. পিপি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, রোটা. পিপি ইব্রাহীম খলিল আল জায়েদ পিনাক, রোটা. পিপি মহিউদ্দিন পলাশ প্রমুখ।
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা শেষে রোটা. ব্যারিস্টার মোস্তাসিম বিল্লাহ ফারুকী ইল্শেপাড়কে জানান, আমাদের স্বপ্নের রোটারীর কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকারের সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা আগ্রহী। এজন্য আগামি ২০২১-২২ রোটারী বর্ষে অগ্রাধিকার ভিত্তিতে কমিউনিটি প্রজেক্ট (নারী শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্য কেন্দ্র) নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সাথে আলোচনা হয়েছে। আমরা মন্ত্রীকে দেশের ২ শতাধিক স্কুল ও কলেজে কেন্দ্র স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছি। শিক্ষামন্ত্রী আমাদের এমন প্রস্তাবটি আনন্দের সাথে গ্রহণ করেছেন।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আমাদের এমন প্রস্তাব বাস্তবায়নের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা দিবেন বলে শিক্ষামন্ত্রী আশ^স্ত করেছেন। আমাদের আলোচনার মাধ্যমে সরকারের সাথে রোটারী ক্লাবের গতিশীল অগ্রযাত্রা আরো একধাপ এগিয়ে গেলো বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মানবতার সেবায় রোটারী সারা বিশে^ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। আমরা আগামি রোটারী বর্ষে দেশের নারী শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে চাই। যাতে করে রোটারীর কার্যক্রম শিক্ষাবান্ধব হিসেবে দৃশ্যমান হয় সর্বমহলে।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর ২০২১-২২ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান ব্যারিস্টার মোস্তাসিম বিল্লাহ ফারুকী আগামি ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। রোটারিয়ান ফারুকী ঢাকা ফোর্ট রোটারী ক্লাবের সাবেক সভাপতি। এক যুগেরও বেশি সময় তিনি রোটারিয়ান হিসেবে কাজ করছেন।
গভর্নর রোটারিয়ান ব্যারিস্টার মোস্তাসিম বিল্লাহ ফারুকী সরকারের ট্যাক্স বিভাগের একজন কমিশনার। তাঁর স্ত্রী রোকেয়া ফারুকীও একজন রোটারিয়ান।
১৫ মার্চ, ২০২১।