শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার
আজ ১ দিনের সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৭টায় সড়কপথে ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশে তিনি রওয়ানা করবেন। পৌনে ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা হলরুমে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের (UDC) ১১ বৎসর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বেলা ১১টায় চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজ (ছাত্র শাখায়) চাঁদপুর জেলায় ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ নবজাতক শিশুদের বিশেষ সেবায় স্থাপিত (SCANU) ওয়ার্ডের উদ্বোধন। বেলা পৌনে ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক ২টি জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিন হস্তান্তর করবেন। বেলা ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন।

১৬ নভেম্বর, ২০২১।