সবার সহযোগিতায় চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মান তরান্বিত হবে
……জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
প্রেস বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও টিআইবি’র আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতায় গত সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার ও সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবার সহযোগিতা থাকলে চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে অনেক সচেতনতা এসেছে। একটিভ মাদার্স ফোরাম বেশ কার্যকর ভূমিকা পালন করছে। কিছুদিন আগে আমি দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছি। সেখানে একজন মা খুবই দক্ষতার সাথে কথা বলছে। পরে জানলাম তিনি এ্যাকটিভ মাদার্ম ফোরামের আহ্বায়ক।
তিনি বলেন, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি দেখলাম ঐখানকার এলাকার লোকজনও অনেক সচেতন এবং স্কুলের জন্য অনেক নিবেদিত। শিক্ষকরাও অনেক দক্ষতার সাথে পাঠদান করাচ্ছে। ফলাফলও খুবই ভালো। এককথায় আমি অবিভূত। তিনি ঐ স্কুলে একটি মা সমাবেশ আয়োজন করার জন্য সনাকের প্রতি আহ্বান জানান। এভাবে যদি প্রত্যেকটি স্কুলের আশেপাশের বা এলাকার লোকজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসে তাহলে চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মান আরও এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে দুটি স্কুলের প্রধানদের সাথে কথা বলে এবং বর্তমান শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কাজ সম্পন্ন করার জন্য যা টাকা আছে তার সাথে আরও কিছু টাকা সংগ্রহ করে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে তার নিজস্থানে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে তিনি উভয় স্কুলের কর্তৃপক্ষের এবং সনাকের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথিরা বলেন, সনাকের সহযোগিতায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বর্তমানে ভালো। এই দুটি স্কুলকে বাদ দিয়ে অথবা এই দুটি স্কুলকে রেখে পাশাপাশি রিমোট এরিয়ার আরও দুটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করার জন্য সনাক-টিআইবি’র প্রতি আহ্বান জানান। এই দুই স্কুলের অভিভাবকরা অনেক সচেতন। উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকির জন্য তিনি প্রধান শিক্ষকের প্রতি আহ্বান জানান। তিনি আগামি সভায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিকে উপস্থিত রাখার আহ্বান জানান। এ্যাকটিভ মাদার্স ফোরামকে আরও বেশি সক্রিয় করার জন্য তিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, সনাকের পরবর্তী প্রজেক্টে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিকে বাদ দিয়ে বা ঐ দুটি স্কুলের পাশাপাশি আরও দুটি স্কুল নিয়ে কাজ করা হবে। জেলার সব এ্যাকটিভ মাদার্স ফোরামের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সনাক সেরা এ্যাকটিভ মাদার্স ফোরামকে পুরস্কার দিতে চায়। প্রনোদণামূলক এই পুরস্কার প্রদানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি চিঠি স্কুলগুলোতে পাঠানোর জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতি তিনি অনুরোধ করেন। তিনি আরও বলেন, এ ধরনের প্রনোদণামূলক পুরস্কার প্রদান করলে এ্যাকটিভ মাদার্স ফোরামের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। তিনি আগামি সভায় দুটি স্কুলের এসএমসি সভাপতিগণের উপস্থিতি একান্তভাবে কামনা করেন। পারস্পরিক আলোচনা এবং সহযোগিতার ভিত্তিতে আমরা চাঁদপুরের প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধি করতে চাই।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা বিগত সভার কার্যবিবরণী পাঠ, দৃঢ়করণ ও অনুমোদন এবং বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন সম্পর্কিত পর্যালোচনা করেন। এছাড়াও উত্তর শ্রীরামদী ও উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পর্যালোচনা করা হয়। সব কার্যালয়ে (বিদ্যালয় ও উপজেলা অফিস) তথ্যবোর্ড/সিটিজেন চার্টার টানানো, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার বোর্ড স্থাপন, ওয়েব পোর্টাল/ওয়েব সাইট হালনাগাদকরণ ও শিক্ষকদের মতো এসএমসি ও এ্যাকটিভ মাদার্স ফোরামের তালিকা প্রদর্শন ইত্যাদি বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, মো. ইলিয়াছ, মানছুর আহমেদ, মোহাম্মদ আব্দুল হাই, সনাকের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফওজিয়া আক্তার, সনাক সদস্য মো. আলমগীর পাটওয়ারী, অ্যাড. পলাশ মজুমদার, ইয়েস ফ্রেন্ডস সদস্য তাছমীম আহমেদ মীম, মাহমুদা সুলতানা ও সানজানা আলম।
২৮ আগষ্ট ২০১৯