মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ মল্লিককে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি-ধমকি দিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাহফুজ মল্লিক বাদী হয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডিতে তিনি জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টায় ০১৯২১৯০৯৬৪৫ নম্বর থেকে ০১৭১২৯০৬০৪৩ (মাহফুজ মল্লিক) এর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে নানা ধরনের উল্টা-পাল্টা কথাবার্তা বলে এবং হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে মাহফুজ মল্লিক ফোনটি বন্ধ করে দিলে আবারও ফোন দিতে থাকে।
সাংবাদিক মাহফুজ মল্লিক মতলব বাজারের একজন ডিজিটাল প্রিন্ট সেন্টারের মালিক। কাজ শেষ করে বাড়ি ফেরার ক্ষেত্রে তাকে হত্যা করতে পারে আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি। যার নং ১২৯, তারিখ ৩ জানুয়ারি।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
০৪ জানুয়ারি, ২০২৩।