
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে মিলিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলা আ.লীগের উদ্যোগে ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আ.লীগের সার্বিক সহযোগিতায় কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাগৈ বেপারী বাড়ি, নরিংপুর কুদরত উল্যাহ মাস্টার বাড়ি ও উত্তর নরিংপুর হাশেম মাস্টার বাড়িতে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের মত আমাদের রাজনৈতিক দর্শন জানতে হবে। যেকোন উন্নয়নে নারী যদি অবগত না হয় সে উন্নয়ন টেকসই ও বাস্তবসম্মত হয়ে উঠে না। আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের বাদ দিয়ে উন্নয়ন ও রাজনীতি কোনটাই সম্ভব নয়। মহান মুক্তিযুদ্ধেও নারীরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাদের সম্মান ও ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের আগামির প্রজন্মের কাছে সুন্দর বাংলাদেশ উপহার দিতে হলে মুক্তিযুদ্ধের মহান চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। তাদের জানাতে হবে আমরা কিভাবে এ সুন্দর একটি দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে রক্ষা করতে পেরেছি। এদেশে আজ প্রত্যেক ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতে পারছে। যা একমাত্র জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। আমরা সবসময়ই হিংসা ও হানাহানির বাইরে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অসহায় নিপিড়িত জনগণের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমি সব দলের সব মানুষের অভিভাবক।
তিনি আরো বলেন, উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। নিজেদের অর্থায়নের আমরা আজ পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
সূচীপাড়া দক্ষিণ ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, উপজেলা আ.লীগ নেতা মো. জাকির হোসেন পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, শ্রম বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান মজুমদার, ইউনিয়ন আ.লীগ নেতা মাহতাব উদ্দিন হেলাল, আবদুল কাদের মাস্টার, হুমায়ুন কবির সেন্টু, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কৃষক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন জনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনসহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।