সৌদি আরব ব্যুরো
সৌদি আরবের ওয়াদি আদ দাওয়াসির শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান করা হয়েছে। রিয়াদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে করোনাভাইরাস প্রতিরোধ সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে কয়েকশ’ বাংলাদেশী অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়। এসময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এছাড়া স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এ এলাকায় কয়েক হাজার বাংলাদেশী বসবাস করে, এখানে প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। বাংলাদেশি অভিবাসীদের বৈধভাবে সৌদি আরবে ব্যবসা করার পরামর্শ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
কনস্যূলার সেবা প্রদান করেন দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া বিভিন্ন শাখার দূতাবাসের স্টাফরা কনস্যূলার সেবা প্রদান কাজে সহায়তা করেন।
কনস্যূলার সেবা শনিবার (২১ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হয়। ঐ এলাকায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৪ আগস্ট, ২০২১।