সৌদী আরবে হজ-১৪৪২ প্রটোকল ঘোষণা

সাগর চৌধুরী
এবছর করোনা ভাইরাসের কারণে হজে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়েসী মানুষেরা অংশ নিতে পারবেন। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে কেউ অংশ নিতে পারবেন না। হজে অংশগ্রহণকারীরা সৌদীআরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
সৌদীআরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড ১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে। সৌদীআরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। এখানে আবারো পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন শেষ হবে।
হজ ১৪৪২ হিজরী উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী সব হাজি সাহেবান এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন এবং প্রত্যেকে অবস্থানের ক্ষেত্রে একে অন্যের মধ্যখানে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের।
২২ মার্চ, ২০২১।