স্থানীয় সরকারমন্ত্রীর সাথে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে তার সাথে সাক্ষাৎ করেন চেয়ারম্যান। এ সময় চাঁদপুর জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কিছু সময়ের জন্য মন্ত্রীর সাথে বৈঠক করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি মন্ত্রীর কাছে প্রস্তাব করেন সারাদেশে জেলা পরিষদের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি করে স্মারক ভাস্কর্য নির্মাণের। মন্ত্রী এ বিষয়ে তার সমর্থন ব্যক্ত করে বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ গৃহীত কর্মসূচি মন্ত্রীকে অবহিত করেন চেয়ারম্যান। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকা- নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে কথা বলেন চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
২৮ আগষ্ট ২০১৯