সাহেদ হোসেন দিপু :
হাইমচর সরকারি কলেজে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৪তলাবিশিষ্ট নতুন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হাইমচর কলেজ মাঠে আয়োজিত সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডি সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অবকাঠামো উন্নয়নে জোর দেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ছাড়া শিক্ষার অধিকতর সফলতা আসতে পারে না। শিক্ষার পরিবেশ যত সুন্দর হবে শিক্ষার্থীরা লেখাপড়ায় তত বেশি মনোযোগী হবে।
তিনি আরো বলেন, কলেজের পরিবেশ সুন্দর থাকলে শিক্ষার পরিবেশ সুন্দর থাকবে, দ্রুততম সময়ে কলেজের সৌন্দর্য বৃদ্ধিকরণ কাজ বাস্তবায়ন করার জন্য কলেজ প্রশাসনকে নির্দেশনা দিয়ে বলেন ২০০৮ সালের নির্বাচনের আগে হাইমচরবাসীর দাবি ছিল ৩টি যথাক্রমে- নদী ভাঙন প্রতিরোধ, জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ উন্নতকরণ, হাইমচর কলেজ ডিগ্রিতে উন্নতীকরণ। ইনশাআল্লাহ এ ৩টি বৃহৎ দাবি বাস্তবায়নের পাশাপাশি সমগ্র হাইমচরের উন্নয়নে আপনাদের জন্য কাজ করেছি। হাইমচর কলেজ সরকারি হয়েছে। হাইমচরবাসীর জন্য আমি সবসময় কাজ করবো। গত প্রায় ৯ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সব উন্নয়ন সর্বস্তরে পৌঁছে দিয়েছি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ৩য় বারের মত নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে হাইমচরবাসীর সেবা করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
হাইমচর কলেজ মাঠে কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়, জেলা আ’লীগ সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ। সমাবেশের আগে কলেজ ক্যাম্পাসে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডা. দীপু মনি।
বেলা ২টায় হাইমচর উপজেলা আ’লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে উপজেলা অডিটরিয়মে দলীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি হূমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী। এসময় দলের জেলা উপজেলা পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- হাইমচর কলেজে সুধী সমাবেশে ডা. দীপু মনি এমপি শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ