হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে নতুন এ্যাম্বুলেন্স

সাহেদ হোসেন দিপু
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নতুন এ্যাম্বুলেন্স পেতে যাচ্ছে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩ বছর ধরে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছিল। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে কিছু সময় ওটি ব্যবহার করা হয়েছিল। দীর্ঘদিন চিঠি চালাচালির পর বুধবার (৭ জুলাই) কেন্দ্রিয় ঔষাধাগার (সিএমএসডি) থেকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স একটি নতুন এ্যম্বুলেন্স পাচ্ছে বলে নিশ্চিত করা হয় এবং তা গ্রহণ করার জন্য প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
দ্রুত সময়ে এ্যাম্বুলেন্স পাওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যন মো. নুর হোসেন পাটওয়ারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন।

০৮ জুলাই, ২০২১।