
হাইমচর ব্যুরো
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে আরো জোরদার করার লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৩১ জন পিসি, ৩১ এপিসি, ১৮৬ জন পুরুষ আনসার, ১২৪ জন নারী আনসার ও ভিডিপি সদস্য সর্বমোট ৩৭২ জন সদস্য অংশগ্রহণ করে।
উপজেলা আনাসার ও ভিডিপি অফিসার রোকেয়া লিখন জানান, পিসি ও এপিসি সদস্য ৭০ দিনে আনসার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ২১ দিনের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত শর্টগানের ফায়ার আছে। অন্যান্য আনসার ও নারী আনসার সবাই গ্রামভিক্তিক মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত।
প্রশিক্ষণার্থী আনসার সদস্যদের উদ্দ্যেশে বলেন, নির্বাচনের সময় কোন প্রার্থীর কাছ থেকে কোন সুযোগ-সুবিধা নেয়া যাবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বার্থে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন সদস্য কোন প্রার্থীর হয়ে সমর্থন করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান।