মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ থানায় মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সেবা জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে থানার গোলঘরে আয়োজিত হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহে পুলিশের জিরো টলারেন্স। আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এ ধরনের অপরাধগুলো অনেকটা নিয়ন্ত্রণে এনেছি।
মাদকসহ সব অপরাধ নির্মূলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জনসাধারনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিউনিটি পুলিশিং সার্বিক সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, জনগণ ও পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরি হয়েছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে। ইভটিজিং ও বাল্যবিবাহে আমরা অনেক সফলতা অর্জন করছি। এখন মাদক নিয়ে আমাদের আরো বেশি কাজ করতে হবে।
থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের পরিচালনায় হাউজ ডে অনুষ্ঠানে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলী আশ্রাফ দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও এলাকাবাসী বক্তব্য রাখেন। এ সময় থানার অন্যান্য উপ-পরিদর্শক, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, শিক্ষক ও ইউনিয়ন থেকে আসা জনসাধারণ উপস্থিত ছিলেন।
- Home
- জেলা সংবাদ
- হাজীগঞ্জ থানায় মাসিক ওপেন হাউজ ডে