
মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের তদারকিতে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
জাতীয় মশক নিধন সপ্তাহ (২৫-২৯ জুলাই) উপলক্ষে এবং ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভায় ব্যাপকহারে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের তদারকিতে এবং তিনি নিজে উপস্থিত থেকে এ মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
গত ২৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ মশক নিধন কার্যক্রম শুরু হয়। বিশেষ করে ছুটির দিন শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দু’দিন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন নিজে উপস্থিত থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্যালয়সহ পৌরসভাধীন বিভিন্ন বাজারে এ মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এছাড়া তিনি নিয়মিত কার্যক্রমের বাইরে অফিস ডে’তে বিকাল ৫টা থেকে শুরু করে রাত পর্যন্ত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোথাও কোন ধরনের ময়লা-আবর্জনা থাকলে, তাৎক্ষনিক স্থানীয় কাউন্সিলর বা প্রয়োজনে আমাকে জানান উল্লেখ করে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, যে কোন রোগ প্রতিরোধে প্রথম ধাপ হচ্ছে সচেতনতা। তাই নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলি এবং ঘর-বাড়িসহ আশ-পাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। এ সময় তিনি পৌরবাসী সার্বিক সহযোগিতা কামনা করেন।
২৮ জুলাই, ২০১৯।