মোহাম্মদ হাবীব উল্যাহ্
গুণগত মান, সঠিম দামের নিশ্চয়তা দিয়ে হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের নিচতলায় অবস্থিত এই সুপার শপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হিসেবে হাজীগঞ্জ বাজারের পরিচিতি ও সুনাম রয়েছে। এই সুনামের ফলে জেলার অন্যান্য উপজেলা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থান থেকে হাজীগঞ্জে বাজারে ক্রেতারা এসে থাকেন। এতে করে বাজারের চাহিদা বাড়ছে এবং বহুমুখী ব্যবসার প্রসার ঘটছে।
তিনি ব্যবাসয়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইতোমধ্যে হাজীগঞ্জ বাজারে বেশ কয়েকটি সুপার শপ হয়েছে। এই সুপার শপের কারণে অনেক পণ্য হাতের কাছে পাওয়া যাচ্ছে। যা আগে কুমিল্লা বা ঢাকা থেকে ক্রয় করতে হতো। কিন্তু এখন হাতের নাগালেই পাচ্ছেন ক্রেতা সাধারণ।
ফ্রি’র নামে ক্রেতা সাধারণ যেন প্রতারিত না হয় উল্লেখ করে বৈশাখী বড়ুয়া বলেন, ক্রেতাদের ফ্রির নামে নিম্নমান বা মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে প্রতারণা না করে, মানসম্মত পণ্য দিয়ে সঠিক দামে বিক্রি করুন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ওয়েলকাম সুপার শপের চেয়ারম্যান সমির লাল দত্ত। সুপার শপের বিভিন্ন দিক ও সুবিধা তুলে ধরেন সেলস্ ম্যানেজার মম মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ইফফাত রুবাইয়া নাসির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন ফারুক মামুন, কিউসি টাওয়ারের অন্যতম স্বত্বাধিকারী সফিকুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
৯ অক্টোবর, ২০২০।