স্টাফ রিপোর্টার
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগে হাজীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একাডেমিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। নির্মাণাধীন ওই ভবনে অবৈধভাবে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা হবে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জানা গেছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ চলছে। এমন অভিযোগে গত মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পেয়ে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে জরিমানা নির্ধারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ প্রদান এবং জরিমানা আদায়ে বিদ্যুৎ আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান।
এ বিষয়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযানের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককের উপস্থিতি অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
০৬ জুন, ২০২২।