হাজীগঞ্জে আ.লীগের একনিষ্ঠ কর্মী তালেব মেম্বারের ইন্তেকাল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে সর্বজন পরিচিত মো. আবু তালেব (তালেব মেম্বার) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বাসিন্দা।
মৃত্যুকালে আবু তালেব মেম্বারের বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী ও রাজনৈতিক হিতাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। তিনি বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
জানা গেছে, আওয়ামী লীগের পরিক্ষিত কর্মী হিসাবে আবু তালেব মেম্বার বেশ পরিচিত ছিলেন। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেন।
আবু তালেব মেম্বার নির্লোভ আর নিরঅহংকার একজন তৃণমূলের একনিষ্ট একজন রাজনীতিবিদ। তাঁর জীবদ্দশায় অর্থ-সংকটে থাকলেও তিনি ব্যক্তি আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

০৭ আগস্ট, ২০২২।