হাজীগঞ্জে আগুনে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিণ রান্ধুনীমুড়া এলাকায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে সোলেমান বেপারী নামের এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার বিকালে ওই গ্রামের মতিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সোলেমান বেপারী। তিনি ওই বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম বেপারী জানান, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে দিনমজুর সোলেমান বেপারীর ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
পরে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে বসতঘর ও ঘরে থাকা মালামালসহ ওই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, সোলেমান অসহায় দিনমজুর। রুজি (আয়) করলে তার পরিবারের সদস্যদের পেটে ভাত পড়ে। এখন তার মাথা গোঁজার ঠাঁই নেই এবং পরনের কাপড় ছাড়া তাদের কিছুই রইলো না।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, যাওয়ার পথ (রাস্তা) ভালো হওয়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ওই বাড়িটি রক্ষা পেয়েছে।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করেন। এ সময় পরিবারটির কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

০২ সেপ্টেম্বর, ২০১৯।