হাজীগঞ্জে একদিনে ৩ লাশ উদ্ধার!

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে একদিনে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পুকুরের পানিতে ডুবে আলবি নামের ২ বছরের এক শিশু, ওমর ফারুক শাওন নামের ২৩ বছরের এক তরুণ এবং রাতে বিদ্যুৎপৃষ্টে হয়ে ২২ বছরের এক তরুণ মারা যায়। নানার বাড়িতে বেড়াতে এসে এ দিন বিকালে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই চৌধুরী বাড়ির পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলবির মৃত্যু হয়।
একই দিন বিকালে বোনের ননদের বিয়ে উপলক্ষ্যে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি বেড়াতে এসে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে হরিপুর গ্রামের বেপারী বাড়ির পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক শাওন নামের ২৩ বছরের এক তরুণের মৃত্যু হয় এবং রাতে রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল মাস্টারের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তানভীর আহমেদ মিরাজ নামের ২২ বছরের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত তিনজনের পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ গিয়েছেন। তিনি নিহতদের পরিবার, বাড়ির লোকজন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন। পরবর্তীতে নিহতদের নিজ নিজ পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাঁতার না জানায় গ্রামের বাড়িতে এসে শাওনের মৃত্যু
সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক শাওন (২৩) মারা যায়। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে হরিপুর গ্রামের বেপারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির কবির হোসেনের একমাত্র ছেলে। তারা সপরিবারে রাজধানী ঢাকায় বসবাস করেন। নিকটাত্মীয়ের বিয়ে উপলক্ষে নিহত শাওন তার মা, বাবা ও দুই বোনের সাথে সম্প্রতি ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় শাওন। কিন্তু প্রায় আধা ঘণ্টা সময় পার হলেও ঘরে ফিরে না আসায়, পরিবারের লোকজনের তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শাওনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে একমাত্র ছেলে শাওনের মৃত্যু হয়েছে উল্লেখ করে, তারা বাবা কবির হোসেন বলেন, ব্যবসায়িক সূত্রে তিনি সপরিবারে ঢাকা থাকেন। তাই গ্রামের বাড়িতে তেমন একটা আসা হয় না বলে সন্তানেরা সাঁতার জানে না। সম্প্রতি মেয়ের ননদের বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে বেড়াতে এসেই ছেলেকে হারিয়েছি বলে তিনি হাউ-মাউ করে কেঁদে উঠেন। এ সময় তার কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই ওমর ফারুক শাওন নামক তরুণের মৃত্যু হয়েছে।

নানার বাড়িতে বেড়াতে এসে শিশু আলবির মৃত্যু
বাবা-মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে ২ বছরের শিশু আলবির মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকাল ৬টায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই চৌধুরী বাড়ির পুকুরের এ ঘটনা ঘটে। সে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কাজি বাড়ির শাহদাত হোসেনের একমাত্র মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন বিকালে নানার বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলাধুলা করছিল আলিবা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাখে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে আলিবাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আলিবার মৃত্যু হয়েছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।

বিদ্যুৎস্পৃষ্টে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎপৃষ্টে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মো. তানভীর আহমেদ মিরাজ (২২) মারা যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল মাস্টারের বাড়িতে এ স্টুর্ঘটনা ঘটে। নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে প্রাণ হারায় মিরাজ। সে ওই বাড়ির মকবুল হোসেন মাস্টারের ছেলে। তার বাবা কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক।
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেখতে এলাকার শত শত নারী-পুরুষ ভীড় করছে ওই বাড়িতে। এ সময় নিহতের পরিবার এবং আত্মীয়-স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেদোয়ান বলেন, এভাবে একজন মেধাবী ছাত্রের অনাকাক্সিক্ষত মৃত্যু মেনে নেয়া কষ্টকর। তার পরিবারকে সান্তনা দেয়ার ভাষা নেই আমাদের।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী জানান, নিহতের পারিবারিক সূত্রে জেনেছি নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী শিক্ষার্থী তানভির আহমেদ মিরাজ মারা যায়।
০১ সেপ্টেম্বর, ২০১৯।