হাজীগঞ্জে জনতা ব্যাংক কর্মকর্তা আবু জাফরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. আবু জাফর মজুমদারের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শরিফ মিয়ার সভাপতিত্বে বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় ব্যাংকের হাজীগঞ্জ শাখা কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সিনিয়র অফিসার কামরুন নাহারের উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মো. শরীফ মিয়া বলেন, সিনিয়র কর্মকর্তা মো. আবু জাফর মজুমদার হাজীগঞ্জ শাখার প্রাণ ছিলেন। তিনি নিয়মানুবর্তিতা ও সময়ের প্রতি যথেষ্ট যত্নবান থেকে তার দীর্ঘ কর্মজীবন (৩৬ বছর) সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া তিনি কর্মক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার কারণে পারিবারিক জীবনেও তিনি একজন সফল অভিভাবক।
তার (মো. আবু জাফর মজুমদার) সুস্বাস্থ্য ও দীর্ঘায়ী কামনা করে ব্যাংকে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরো বলেন, আবু জাফরের আন্তরিকতা ও একান্ত প্রচেষ্টায় গ্রাহকরা সহজে ব্যাংক লেনদেন পেয়ে উপকৃত হয়েছে। তাকে অনুসরণ করে, তার মত আপনারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সফল হবেন।
এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী কর্মকর্তা মো. আবু জাফর মজুমদার। তিনি তার বক্তব্যে ব্যাংকিং জীবনে বিভিন্ন ঘটনা উল্লেখ করেন এবং আশ্বাস প্রদান করেন ব্যাংকের যে কোন প্রয়োজনে তাকে ডাকা হলে তিনি সাড়া দিবেন। এ সময় তিনি সবার কাছ থেকে বিদায় চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, শুভ চন্দ্র সাহা, ইব্রাহিম খলিল, কর্মকর্তা মো. শাহদাত হোসেন প্রমুখ। এরপর ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে সংবর্ধিত কর্মকর্তা মো. আবু জাফর মজুমদারের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শাখা ব্যাবস্থাপক মো. শরীফ মিয়াসহ কর্মকর্তারা।
উল্লেখ্য, ব্যাংকের অবসরজনিত বিদায়ী সিনিয়র কর্মকর্তা মো. আবু জাফর মজুমদার ১৯৮৪ সালের ২২ মার্চ জনতা ব্যাংকে যোগদান করেন। ২০২০ সালের ৩১ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি অবসরে যান। তিনি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজুমদার বাড়ির মৃত হাজি শামছুল হক মজুমদারের ছেলে।
২১ জানুয়ারি, ২০২১।