মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সমিতির মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফাণ্ডের অর্থায়নে ১টি ইজিবাইক বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবীপুর মৎস্য সিআইজি সমবায় সমিতির সভাপতির হাতে প্রতিকী চাবি তুলে দেয়ার মাধ্যমে এই ইজিবাইক বিতরণ করেন।
উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, কিছু প্রকল্প চলমান রয়েছে এবং মৎস্য সেক্টরের উন্নয়নে ভবিষ্যতেও যুগোপযোগি কার্যক্রম সরকার গ্রহণ করবে। তাই সরকারি সুবিধার সর্বোত্তম ব্যবহার করে পরিবার, সমাজ তথা দেশ ও জাতির উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী বলেন, মৎস্য সমিতিগুলো নিজস্ব ইজিবাইকের মাধ্যমে মাছ পরিবহন করতে পারবে। এতে তাদের অর্থের সাশ্রয় হবে এবং উৎপাদিত মাছ যথাসময়ে বাজারজাত করতে পারবে। তাই সরকার “ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সমিতির মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফাণ্ডের অর্থায়নে ইজিবাইক বিতরণ করছে।
তিনি আরো বলেন, এছাড়া ইজিবাইক ভাড়া ও সমিতির সদস্যের সঞ্চয় দ্বারা পুঁজি বৃদ্ধি করে নতুন নতুন প্রকল্পে বিনিয়োগ করে নিজেদের উন্নয়ন ঘটাবে। এদের কার্যক্রমে হাজীগঞ্জ উপজেলার মৎস্য সম্পদের উন্নয়ন ত্বরান্বিত হবে। অন্যান্য সিআইজি সমিতিগুলোকে এই তহবিলের আওতায় এরূপ সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মুহম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় ইজিবাইক বিতরণ অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, দেবীপুর মৎস্য সিআইজি সমবায় সমিতির অন্যান্য সদস্য ও অন্যান্য সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মাছ চাষি, রেণু ও পোনা উৎপাদনকারী এবং মৎস্যজীবীরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
২৬ জুলাই, ২০২০।