হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ছয়দিনে পুুুুকুরের পানিতে ডুবে ৩ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে স্থানীয় নাটেহারা গ্রামে সাদিয়া আক্তার মিম নামের দুই বছরের এক শিশু পানিতে ডুুুুবে মারা যায়। নিহত শিশু ওই ইউনিয়নের নাটেহারা গ্রামের নিলাম বাড়ির মাসুদুর রহমান মাসুদের ছোট মেয়ে।
এর আগে গত রোববার দুপুুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মজুমদার বাড়ির পুকুরের পানিতে ডুবে আবু ছাইদ নামের ১৪ মাসের শিশু এবং বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন টোরাগড় গ্রামের সর্দার বাড়ির পুকুরের পানিতে ডুবে আবির হোসেন নামের ১৮ মাসের শিশুসহ দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
নিহত শিশুর বাবা মাসুদ জানান, শিশু মিম সকালের নাস্তা শেষে ঘরের সামনে খেলছিল। অভিভাবকরা কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে গিয়ে দেখা যায় শিশুটি পানিতে ভাসছে। পরে স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগে শিশু সাদিয়া আক্তার মিমের মৃত্যু হয়েছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।
২১ আগস্ট, ২০১৯।