মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আবারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারুক হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির (উচ্চ বিদ্যালয়) নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহত ফারুক শাহরাস্তি উপজেলার দেবিপুর গ্রামের খন্দকার বাড়ির মুসলিমের ছেলে। তার স্ত্রী ও ফাহাদ নামের ২ বছরের এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এর আগে গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারস্থ একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
জানা গেছে, রোববার দুপুরে রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মো. ফারুক হোসেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম জানান, হাসপাতালে আনার আগেই ফারুকের মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, ফারুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।