মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান খাঁন।
উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আব্দুল মান্নান খাঁন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড হলো যুবদল ও ছাত্রদল। সব আন্দোলন-সংগ্রামে এই দুইটি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আগামি দিনের আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে প্রস্তুত থাকতে হবে।
যুবদলের রাজনৈতিক সাফল্য কামনা করে তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ এখনো ঐক্যবদ্ধ রয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। নেতৃবৃন্দকে এই ঐক্যবদ্ধতা ও দলীয় চেইন অব কমান্ড আগামি দিনেও বজায় রাখতে হবে এবং কেন্দ্রিয় নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে। দল যখন যে সিদ্ধান্ত দিবে, তা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম মিয়াজী, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক মানিক।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, সদর ইউনিয়ন পূর্ব সভাপতি জুলহাস চৌধুরী, বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি আকতার হোসেন মোল্লা, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি আবু ইউসুফ, হাটিলা পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ খাঁন, কালচোঁ উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক হোসেন, হাটিলা পূর্ব ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে যুবদল নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, যুব বিষয়ক সম্পাদক জুলহাস মিয়া, পৌর বিএনপির দপ্তর সম্পাদক কাউছার আহমেদ রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম উদ্দিনসহ উপজেলা, পৌর ও সব ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর, ২০২০।