হাজীগঞ্জ ব্যুরো
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ প্রদানের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে পৌরসভা হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
এসোসিয়েশনের জেলা সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার কর নির্ধারক আবু ইউসুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য মনু মিয়া, হাজীগঞ্জ পৌরসভার সচিব নূর আজম বিন শরীফ, ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলম, কচুয়া পৌরসভার সচিব জহিরুল ইসলাম সর্দার, হাজীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিুকর রহমান প্রমুখ।
হাজীগঞ্জ পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবি জানান। এ সময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১ জুলাই, ২০১৯।