হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের সদর ইউনিয়নের সুহিলপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৮ জন প্রার্থীর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এ দিন বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও মৈশাইদ পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্পরান হোসেন মজুমদার। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একই বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. সিফাত উল্যাহ্ এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসেন, আবুল কাশেম বিএসসি ও ফারুক প্রধানীয়া। হাজীগঞ্জ থানা পুলিশ ও ডিএসবির সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. জাহাঙ্গীর আলম কাজল। তিনি চেয়ার প্রতীকেব ১০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. রহিম মিয়াজী হারিকেন প্রতীকে ১৮ ও সুমন ছাতা প্রতীকে ৫২ ভোট পেয়েছে। সহ-সভাপতি পদে মো. মনির হোসেন দোয়াত কলম প্রতীকে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা আনারস প্রতীকে ৭০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আমির হোসেন গোলাপ ফুল প্রতীকে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন সাইকেল প্রতীকে ৬০ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. গোলাম হোসেন বই প্রতীকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন হাতি প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে খায়ের হোসেন কাপ-পিরিচ প্রতীকে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির হোসেন হাতঘড়ি প্রতীকে ৫৩ ভোট ও খোরশেদ আম প্রতীকে ৪১ ভোট পেয়েছেন। বাণিজ্য সম্পাদক পদে মহিউদ্দিন মোবাইল ফোন প্রতীকে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবীর হোসেন উড়োজাহাজ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ৪জন প্রার্থীর মধ্যে ৩জন নির্বাচিত হয়েছেন। তার মধ্যে মো. ইদ্রিছ বেপারী মোরগ প্রতীকে ১২২ ভোট, বিল্লাল হোসেন প্রজাপতি প্রতীকে ১১৩ ভোট ও আকতার মাছ প্রতীকে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মানিক মিয়াজী মই প্রতীকে ৯৩ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- কোষাধ্যক্ষ পদে মানিক বেপারী, দপ্তর সম্পাদক পদে ডা. ফারুক হোসেন, প্রচার সম্পাদক পদে মো. মহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফয়েজ পাটওয়ারী এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ।
১০ জানুয়ারি, ২০২১।