
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ছিলো শেখ হাসিনাকে হত্যা করা
……মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
২০০৪ সালের ২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলায় নিহত সব শহীদদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধাবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভয়াল ২১ শে আগস্টে শেখ হাসিনাসহ আওয়ামী নেতৃবৃন্দকে ধ্বংস করার জন্য ২০০৪ সালের ২১ শে আগস্ট খালেদা ও তার ছেলে তারেক চক্র গ্রেনেড হামলা করেছিল। শেখ হাসিনা ও দেশকে হত্যা করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। আগে থেকেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ছিলো জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। সেই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী মারা যান।
তিনি আরো বলেন, আমাদের করণীয় হলো একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যে বাংলাদেশে ১৫, ১৭ ও ২১ আগস্টের মত ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি হবে না। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ চাই। দেশ ও দলের প্রয়োজনে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, আব্দুর রশিদ সরদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম এ হাসান লিটন, জেলা যুব মহিলা লীগের সভাপতি পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
২২ আগস্ট, ২০১৯।