জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
১৭ থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, আগামি শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে মৎস্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সপ্তাহব্যাপী প্রতিদিন সভা, সেমিনার, প্রামান্য চিত্র প্রদর্শন, ভ্রাম্যমাণ মেলা, জেলের উদ্বুদ্ধকরণে সভা অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য মেলার সমাপ্তি ঘটবে। সব অনুষ্ঠানমালা ব্যাপক প্রচারের লক্ষ্যে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করি।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পদক সোহেল রুশদী, সাংবাদিক শাওন পাটওয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের উপ-সহকারী পরিচালক মো. তসিব উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহীন, মির্জা জাকির, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সময় টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহমেদ, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেলসহ চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দৈনিকের সম্পাদক, জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

১৮ জুলাই, ২০১৯।