সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি


ফলোআপ

ইল্শেপাড় রিপোর্ট
সর্বোচ্চ আদালতের সর্বশেষ রায় অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতি না হওয়ার নির্দেশ ছিল। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী স্থানীয় এমপিরা ৩টির বেশি প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্বে থাকার নির্দেশ থাকা সত্বেও ফরিদগঞ্জের (চাঁদপুর-৪ আসনের) সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এই উপজেলা ১৫টি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ সফিকুর রহমানের প্রশ্নের জবাবে, সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন তথ্য দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া যেসব প্রতিষ্ঠানের সভাপতি সেগুলো মধ্যে রয়েছে- কলেজ: ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ (সরকারি হওয়ায় দায়িত্ব প্রত্যাহার), গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ও গল্লাক আদর্শ কলেজ; হাইস্কুল- ফরিদগঞ্জ এ আর সরকারি হাইস্কুল (সরকারি হওয়ায় দায়িত্ব প্রত্যাহার) ও ধানুয়া জনতা হাইস্কুল। মাদ্রাসা- হাঁসা ফাজিল মাদ্রাসা, গাজীপুর আহম্মদীয়া ফাজিল মাদ্রাসা, মানুরী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা, আলোনিয়া ফাজিল মাদ্রাসা, মাছিমপুর ফাজিল মাদ্রাসা, রামপুর বাজার ডিএস মাদ্রাসা, নোয়াগাঁও নেছারিয়া দাখিল মাদ্রাসা, কাউনিয়া হানিফিয়া ফাজিল মাদ্রসা, হর্নি দুর্গাপুর মাদ্রাসা ও কামতা ডিএস মাদ্রাসা।