অমিতাভ ভট্টাচার্য্যকে চর্যাপদ সাহিত্য একাডেমির সম্মাননা

স্টাফ রিপোর্টার
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অমিতাভ ভট্টাচার্য্যকে সম্মাননা প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘রক্তকরবী’ চলচ্চিত্রের জন্যে অস্কারে মনোনীত হওয়া বিশ^নন্দিত গুণী এই শিল্পীকে সোমবার চাঁদপুর শহরের রিভার কুইজিন চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ভালো মানের সিনেমা এখনও দর্শক ভালোভাবে গ্রহণ করে। আশা করি আরিফ রাসেলের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রটিও দর্শক গ্রহণ করবে। চর্যাপদ সাহিত্য একাডেমির এমন আয়োজনকে তিনি স্বাগত জানান এবং ভালো কাজে আগামীতেও নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নীর সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভারত থেকে আগত অতিথি অনির্বাণ বসু রায়, দুর্বার মণ্ডল, সুভাস, ইমাম হোসেন শামীম, সাঈদ সুমন, উত্তরণ চলচ্চিত্র টিমের পরিচালক আরিফ রাসেল, নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম শান্ত, গীটারিস্ট দিলীপ ঘোষ, ওয়ালিদ হোসেন, শিউলী মজুমদার ও রিমি মজুমদার। সংগীত পরিবেশন করেন নন্দিতা দাস এবং কবিতা আবৃত্তি করেন আইরিন সুলতানা লিমা।
এসময় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার রুপা, আসাদুল্লা কাহাফ, আজিজ লিপন, ইয়াকুব ইসলাম রুবেল, নাজমুল ইসলাম, ইমরান শাকির, রাসেল ইব্রাহীম, ফারজানা পপি, ফেরারি প্রিন্স, রহমত হোসেন সাগর, আবদুল বারেক খান, আফসানা আক্তার তন্নি, রাকিব, ফোকাস মোহনার সহ-সম্পাদক শাহরিয়া পলাশ ও স্টাফ করেসপন্ডেন্ট শাহ আলম খান প্রমুখ।
সংবর্ধিত অতিথি অমিতাভ ভট্টাচার্য্য বক্তব্যে বলেন, বাংলা চলচ্চিত্র অনেক সমৃদ্ধ। দুই বাংলার মধ্যে কাঁটা তারের বেড়া বাংলা সিনেমার সোনালী আলো এখনও ম্লান করে দিতে পারেনি। আমি প্রথমবারের মতো চাঁদপুরে এলাম এবং মুগ্ধ হলাম। জীবনে অনেক পুরস্কার-সম্মাননা পেয়েছি কিন্তু এতটা আনন্দময় মুহূর্ত খুব বেশি আসেনি। দেশের বাইরে থেকে কাজের স্বীকৃতি পাওয়ার অনুভূতিটাই অন্যরকম।
সবশেষে একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।