সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উদ্বোধক
স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। বিকেল ৩টায় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বর্ণিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব থাকছে সংবর্ধনা পর্ব। সংবর্ধিত অতিথিরা হচ্ছেন- চাঁদপুরের তিন কৃতী সন্তান। এঁরা হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার ও ৬বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল এবং দৈনিক যুগান্তরের যুগ্ম-সম্পাদক ও ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
এছাড়া অনুষ্ঠানসূচিতে আরো থাকছে- বিশেষ সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
১ মার্চ, ২০২৪।