আজ চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নির্বাচন

এস এম সোহেল
আজ মঙ্গলবার (২১ মে) চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের সঙ্গে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার (২০ মে) চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচন সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।
এছাড়া হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে ও শাহরাস্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ করতে সবাইকে সচেষ্ট থাকার নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্বাচনে বিতর্কিত আচরণ করেন সেই দায়ভার সেই ব্যক্তিকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সর্বপ্রকার সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলামসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে একজন সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান (প্রতীক কাপ-পিরিজ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী (প্রতীক দোয়াত-কলম), সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন (প্রতিক ঘোড়া) ও মো. রাকিব মাঝি (প্রতীক আনারস) নির্বাচন করছেন। এর মধ্যে আরেক প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া নির্বাচনের প্রচারণার শেষদিন (সোমবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরমধ্যে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মো. রেজওয়ান চশমা, সাবেক ছাত্রনেতা মো. নুরুল হায়দার টিউবওয়েল ও সাবেক যুবলীগ নেতা মো. হারুনুর রশিদ হাওলাদার তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এরমধ্যে রেবেকা সুলতানা পদ্মফুল ও শিপ্রা দাস ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় আরো সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১শ’ ৩৪টি, ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৭টি। এরমধ্যে স্থায়ী ভোট কক্ষ রয়েছে ৯শ’ ৫১টি ও অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৫৬টি। মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১শ’ ১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮শ’ ৩ জন ও নারী ২ লাখ ৩শ’ ৭ জন ও হিজড়া ভোটার ১ জন রয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ পুলিং অফিসার ভোটগ্রহণ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, স্টাইকিং ফোর্স, পর্যাপ্ত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময় পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
এদিকে ১৯ মে দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২২ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আইন অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ করতে হয়। সে অনুযায়ী রোববার মধ্যরাতে উপজেলায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।
হাজীগঞ্জ ব্যুরো প্রধান মোহাম্মদ হাবীব উল্যাহ্ জানান, আজ মঙ্গলবার (২১ মে) হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ইভিএম’র মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ মে) উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ। আর সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২ জন আওয়ামী লীগের ও ১ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত। প্রার্থীরা হলেন- আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি, দোয়াত-কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীক প্রার্থী বিএনপি নেতা মো. আবু সুফিয়ান মজুমদার রানা। যদিও নির্বাচনে অংশগ্রহণের অপরাধে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমন একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন আওয়ামী লীগ ও একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরমধ্যে পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবি আক্তার ফুটবল প্রতীক এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও নির্বাচনে অংশগ্রহণের অপরাধে বিএনপি থেকে রাবেয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৮টি ভোট কেন্দ্রে ৭শ’ ২০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৮৬ হাজার ৪শ’ ৮৭জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮শ’ ৪১জন, নারী ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৬ জন।
রোববার দিবাগত রাত ১২টা থেকে থেকে নির্বাচন পরবর্তী ৩৬ ঘণ্টা জনসভা, মিছিল বা শোভাযাত্রা বন্ধ, গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার দিবাগত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে। এছাড়াও গতকাল রোববার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।
নির্বাচনের আগে ও পরে মোট ৫ দিন পর্যন্ত আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধে উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৫টি মোবাইল টিম, ব্যাটালিয়ন আনসারের ১টি ও অঙ্গীভূত আনসারের ১টি টিম এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।
শাহরাস্তি ব্যুরো প্রধান নোমান হোসেন আখন্দের পাঠানো তথ্যমতে, আজ মঙ্গলবার (২১ মে) শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। শাহরাস্তি উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫টি ভোট কেন্দ্রে ৪শ’ ৬৫টি ভোট কক্ষ। এরমধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩শ’ ৯৯টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬৬টি। ২ লাখ ৬২ হাজার ৪৪জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ১৪জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ২৯ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ওমর ফারুক প্রতীক আনারস ও মো. মুকবুল হোসেন পাটওয়ারী প্রতিক ঘোড়া প্রতিকে নির্বাচন করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এরমধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রতীক উড়োজাহাজ, মো. ইব্রাহিম খলিল প্রতীক মাইক, মো. ইমদাদুল হক মিলন প্রতীক চশমা, মো. নূর আলম প্রতীক তালা ও ওমর ফারুক টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এরমধ্যে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল প্রতীক হাঁস, নাজমুন নাহার স্বপ্না প্রতীক কলস, হাসিনা আক্তার প্রতীক প্রজাপতি ও হনুফা আক্তার মৌসুমী ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সব প্রকার সরঞ্জামাদি পৌঁছে গেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার রাত ১২টা থেকে প্রার্থীদের প্রচারাণা শেষ হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।
ভোটগ্রহণের ৭ দিন আগে ও ভোটগ্রহণের পরবর্তী ৭ দিন পর্যন্ত লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করতে কিংবা বহন ও প্রদর্শন না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা জারি করেছে।
তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের ৩ দিন পূর্ব পর্যন্ত আচরণবিধি প্রতিপালন এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধে প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট এবং ভোটগ্রহণের ৩ দিন পূর্ব থেকে ভোটগ্রহণের পরদিন পর্যন্ত প্রতি ৩ ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া ভোটগ্রহণের ২ দিন আগে থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

২১ মে, ২০২৪।