শাহরাস্তিতে চেয়ারম্যান মকবুল, ভাইস চেয়ারম্যান মিলন ও কামরুন্নাহার নির্বাচিত

নোমান হোসেন আখন্দ
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইন-শৃঙ্খলার ব্যবস্থা ছিল লক্ষ্যণীয়।
পর্যাপ্ত পরিমাণে পুলিশ, বিডিআর ও আনসার মোতায়েন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ইঞ্জি. মো. মকবুল হোসেন পাটোয়ারী (ঘোড়া প্রতিকে), তার প্রাপ্ত ভোট ৩২ হাজার ৬শ’ ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক রুমি আনারস প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. ইমদাদুল হক মিলন। তিনি চশমা প্রতিকে পেয়েছেন ২২ হাজার ৮শ’ ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ ইরান উড়োজাহাজ প্রতিকে ভোট পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাসিনা আক্তার প্রজাপতি প্রতিকে ভোট পেয়েছেন ২১ হাজার ১শ’ ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রতিক হাঁস ভোট পেয়েছেন ১৫ হাজার ৯শ’ ৬৭ ভোট।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। নির্বাচনে ৬৫টি ভোট কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৪৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৫৮ হাজার ৪শ’ ৭৭ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫শ’ ১৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮. ৬০ ভাগ।

২২ মে, ২০২৪।