আজ মাসব্যাপী বৈশাখী মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার
আজ চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা ১৪৩১ বঙ্গাব্দ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আজ রোববার (১২ মে) বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভা মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাব শাহাদাত হোসেন শান্ত। অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিতি হওয়ার জন্য আহ্বান জানান চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।

১২ মে, ২০২৪।