স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওযা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদর্শ মুসলিম পাড়া এলাকার রাস্তার পাশের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে ছাত্রলীগের ২ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হলো- চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি মজুমদার ও হাসান আলী সরকারি হাই স্কুলের ছাত্রলীগ কর্মী আকাশ দে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার জানান।
প্রত্যাক্ষদর্শী এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো এলাকার একদল যুবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা চায়ের দোকানে আড্ডারত ছিল। এ সময় ছাত্রদলের একদল কর্মী এসে চায়ের দোকান থেকে তাদের থেকে চলে যেতে বলে। ছাত্রলীগের কর্মীরা চা দোকান থেকে সরে না যাওয়ায় তাদের উপর চওড়া হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রলীগের কর্মীদের এলোপাথাড়ি আঘাত করে। এ সময় পথচারীসহ কমপক্ষে ১০ আহত হয়। রক্তাক্ত জখম ২ জন ছাত্রলীগ কর্মীকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল হাসিব চৌধুরী জানান, সাধারণ আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা একটু ভালোর দিকে।
- Home
- প্রথম পাতা
- আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০