আজ মতলব উত্তর উপজেলা আ.লীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার (২১ জুন) মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের এ বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও মতলব উত্তরের কৃতী সন্তান প্রফেসর ড. শামসুল আলমকে আমন্ত্রণ তো জানানো হয়নি, এমনকি সভার চিঠির অনুলিপিও তাঁকে দেয়া হয়নি। এ নিয়ে মতলব উত্তরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. শামসুল আলম কি দলীয় কাঠামোর বাইরের কেউ কি-না?
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটরিয়ামে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বিশেষ বর্ধিত সভা আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন এবং সাংগঠনিক ও বিবিধ।
এ ব্যাপারে গত ১৭ জুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সব সদস্য, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদের সব সদস্যকে দেয়া হয়েছে। চিঠিতে তাদের যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
এছাড়া ঐ চিঠির অনুলিপি প্রদান করা হয়- বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), চাঁদপুর-২ সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।
২১ জুন, ২০২২।