স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউপি’র সচিব সালামত উল্ল্যাহ খান শাহীনের মায়ের মৃত্যুতে চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় দপ্তর সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।
আরো শোক প্রকাশ করেন- চাঁদপুর জেলা বাপশার সাবেক সভাপতি ও কেন্দ্রিয় আজীবন সদস্য আবদুল কাদের মিয়া, সাবেক জেলা সহ-সভাপতি ও ফরিদগঞ্জ রুপসা ইউপি সচিব গোলাম মোস্তফা শামীম, কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক ও মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুল আহসান নিপু, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, শাহমাহমুদপুর ইউপি সচিব ফজলুল হকসহ জেলা ইউনিয়ন পরিষদ সমিতির সব সদস্য ও সব ইউপি সচিববৃন্দ।
উল্লেখ্য, সালামত উল্ল্যাহ শাহীনের মা চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর বোন।
৩০ সেপ্টেম্বর, ২০১৯।