
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা বেগমের উদ্যোগে ও অর্থায়নে এলাকার গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত রোববার বিকালে পশ্চিম ইসলামাবাদ গ্রামে ঢালী বাড়িতে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা বেগমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হানিফ দর্জি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শাহিন দর্জি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, যুবলীগ নেতা রাঙ্গা শিবলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।