উত্তর শ্রীরামদী সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত বলেন, বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বৃত্তিলাভসহ ভালো ফলাফল, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পদক লাভ ও কাবিং ক্ষেত্রে শাপলা অ্যাওয়ার্ড অর্জনের সাফল্যের মাধ্যমে এ বিদ্যালয়টি মডেল স্কুল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। বিদ্যালয়টিতে মডেল স্কুলে উন্নীত করতে প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন। চাঁদপুর শহরের অবহেলিত ঘনবসতিপূর্ণ বড় স্টেশন এলাকায় অবস্থিত এ বিদ্যালয়টি কমিটি ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এক সময়ের জরাজীর্ণ টিনের ঘর থেকে আজ দ্বিতল ভবনের অবকাঠােেমাগত উন্নয়নসহ শিক্ষা, ক্রীড়া ও কাবিংয়ে আজ ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি গত ১৪ নভেম্বর সকাল ১১টায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও অফিস সহায়কের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
কাজী শাহাদাত আরো বলেন, প্রতি বছর নিয়মিত বার্ষিক মিলাদ, সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন ও আজ অফিস সহায়ক মো. আওয়াল গাজীকে বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে কমিটি ও শিক্ষকবৃন্দ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শাহআলম মল্লিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকীর পরিচলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শরীফ বন্দুকসী, কল্যাণ সমিতির সভাপতি শাহআলম মিজি, সমাজসেবক হাশেম দর্জি, শিক্ষানুরাগী ডা. মোস্তফা কামাল, হানিফ চোকদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের অফিস সহায়ক মো. আউয়াল গাজীকে অবসরজনিত সংবর্ধনা দেয়া হয়। ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টায় মিলাদ ও দোয়ার আয়োজন কর হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রশিদ।