এভারগ্রীন ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্লাবে এসে সবার সাথে প্রাণের স্পন্দন মিলে গেছে
……..এডিএম মো. একরামুল ছিদ্দিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর এভারগ্রীন ক্লাবের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের হাজী মহসিন রোডস্থ মেডিকম ডায়াগনস্টিকে (অস্থায়ী কার্যালয়) এ সভায় অংশ নেন ক্লাব সদস্যরা।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. একরামুল ছিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, এ দেশে পাকিস্তান ও ব্রিটিশ আমলেও ক্লাব ছিল। এ শহরের মধ্যেও বর্তমানে অনেক ক্লাব রয়েছে। এ ক্লাবটি জেলা পর্যায়ে সামাজিকভাবে অনেক কিছুর সাথে জড়িত রয়েছে দেখা যায়।
তিনি আরো বলেন, সমাজে প্রতিষ্ঠিত সবাই ক্লাবের সাথে জড়িত রয়েছে। এখানে এসে দেখলাম শহরের সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেকেই রয়েছেন। এ ক্লাবে আসলে সবার সাথে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ক্লাবে এসে সবার সাথে প্রাণের স্পন্দন মিলে গেছে। এ ক্লাবটি আমার নিজের ঘরের মতো মনে করি। সবার সাথে আমার নতুন সম্পর্ক তৈরি হয়েছে। সারাদিনের কর্মক্লান্তি শেষে এ ক্লাবটিই হবে আমার ঠিকানা।
ক্লাবের সভাপতি ডা. মো. জালালউদ্দিন রুমীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াস কবির। বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন, ক্লাবের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পাটওয়ারী, আলমগীর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাশরুর হাসান ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, মনির হোসেন, সাজ্জাতুল ইসলাম (শহর পরিকল্পনাবিদ), মাসুদুর রহমান, শাহাদাত হোসেন, সুলতান মাহমুদ, লক্ষ্মণ সরকার, মাকসুদুর রহমান, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আ. খালেক মুন্সি, রফিকুল ইসলাম রাসেল, মুরাদ হোসেন, খালেদ মাহমুদ মানিক প্রমুখ।

২৪ অক্টোবর, ২০২৪।