সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ এম এম নুরুল হক ইন্তেকাল করেছেন। সোমবার (২৫ জুলাই) ভোর সোয়া ৪টায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএম নুরুল হকের জানাযা তার প্রতিষ্ঠিত এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ব্যবসায়ী, রাজনীতিক, সমাজসেবক, শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমএম নুরুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন মাস্টার। তারা মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এম এম নুরুল হক ১৯৩৫ সালের ২৯ নভেম্বর হাপানীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি লাভ করে সে বছরই তিনি কর্র্মজীবন শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৬১ সালে তাৎকালিন পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান একে খান এন্ড কোম্পানীতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেখান থেকে কিছু দিন পরে সে বছরই সেপ্টম্বর মাসে ইন্ডাস্ট্রিয়াল ডেভোলাপমেন্ট ব্যাংক অফ পাকিস্তনের সিনিয়র অফিসার হিসেবে করাচিতে যোগদান করেন। সেখানে স্বীয় কর্মদক্ষতায় ব্যাংকের সবোচ্চ পদে পদোন্নোতি পান। পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হলে সরকার কর্তৃক নিযুক্ত হয়ে বাংলাদেশ শিল্প ব্যাংকের মহা-ব্যবস্থাপক, সোনালী ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট ফরপোরেশন অব বাংলাদেশের চারটি সরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর বেসরকারি আল আরাফা ইসলামী ব্যাংক, সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। এছাড়া আল বারাকা ব্যাংক ও ইসলামী ব্যাংকের বোর্ডের ডিরেক্টর ছিলেন।
তিনি তার নিজ গ্রামে আল আরাফা জামে মসজিদ, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, মঞ্জরা ইসলামীয়া মাদ্রাসা স্থাপন করেন। এমএম নুরুল হক একজন মিষ্টভাষী, সমাজসেবক ও ন্যায়পরায়ন ব্যাক্তি ছিলেন।
২৬ জুলাই, ২০২২।