কচুয়ায় গরু চুরির অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলায় গরু চুরির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- উপজেলার উজানী গ্রামের বাসিন্দা আবুল কালাম (৬০) ও তার ছেলে ওসমান (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উজানী গ্রামের আবুল হোসেনের চারটি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মঙ্গলবার ভোর থেকেই আবুল হোসেন ও তার লোকজন গ্রামজুড়ে গরুর তল্লাশি চালায়। এরই এক পর্যায়ে আবুল কালামের ঘরের পেছনে গরুগুলো বাঁধা অবস্থায় দেখতে পায়।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজনদের জানালে লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ আবুল কালাম ও ওসমানকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার গরুসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

২৭ মে, ২০২১।