
আহসান হাবীব সুমন
কচুয়ায় শিকলে বন্ধী ছেলে ও আটক বাবাকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ ও এসআই মো. মনিরুজ্জামান ভূঁইয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের খিলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি ঘরে আবদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত মিলন মিয়া ও তার ছেলে শিপনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসোনা গ্রামে।
জানা যায়, গত শনিবার রাতে শিপন তার বিবাহিতা স্ত্রী হালিমা বেগমকে নিতে তার শ্বশুর বাড়ি কচুয়া উপজেলার খিলা গ্রামে আসে। হালিমা বেগমের পরিবারের লোকজন শিপনের উপর হালিমা বেগমকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরের একটি কক্ষে তালা দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে সোমবার শিপনের বাবা-মা ময়মনসিংহ থেকে আসলে হালিমাকে ডিভোর্স দেয়ার কথা বলে কাবিননামার ১ লাখ ১০ হাজার টাকা দাবি করে শিপনের বাবা মিলনকেও আটক করে রাখে। মঙ্গলবার সকালে শিপনের মা শিল্পী বেগমকে টাকা নিয়ে আনার জন্য তাদের দেশের বাড়ি মযমনসিংহ পাঠানো হয়।
উল্লেখ্য, শিপন ও হালিমার মধ্যে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর দু’পক্ষের পারিবারিক সম্মতিতে নারায়নগঞ্জের বক্তাবলী এলাকায় শিপনের বাবার ভাড়াটিয়া বাসায় চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শিপন ও হালিমার বিবাহ হয়।