স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর মো. আলমগীর গাজীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় মধ্য তরপুরচন্ডী সরকারি বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখার জন্য সবার কাছে ভোট প্রার্থনা করেন। এবং বইয়ে ভুলের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, ধর্ম নিয়ে অপপ্রচার থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একটি মহল আগামি নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার করে যাচ্ছে, বইগুলো আগে ভালোভাবে পড়ে আলোচনা করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২৯ জানুয়ারি, ২০২৩।