মাসিক সংগীতানুষ্ঠান
স্টাফ রিপোর্টার
আগামিকাল শনিবার চাঁদপুর সংগীত নিকেতনের নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান ‘সুরসভা’ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় সংগীত নিকেতনের কোড়ালিয়া রোডস্থ নিজস্ব ভবনের চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে ঐ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তী।
বসন্তের আগমনে চিত্ত সবার উতলা। বাতাসের মৃদু মর্মর ধ্বনি, কোকিলের কুহুগীতি, বন বীথিকার কচি কিশলয়ের উল্লাম, অশোক-পলাশে রঙিন বিহ্বলতা সারা গগণতল বর্ণ, গন্ধ ও গানে মাতোয়ারা। ঋতুরঙ্গময়ী বঙ্গ প্রকৃতির এই অনুপম ঋতুরাজ্যে এবারের সুরসভার আয়োজনও বসন্তকে নিয়ে।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সুরসভার আহ্বায়ক দীপক চক্রবর্তী ও সদস্য সচিব রিয়া চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।